• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য: মাশরাফী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তর্জা বলেছেন, এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য, আমার কাছে দলীয় গ্রুপিং, কোন্দল হানাহানির কোনো স্থান নেই। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে জেলার এক জনসমাবেশে এ কথা বলেন তিনি।

সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তর্জা বলেন, ‘এলাকার উন্নয়নে আপনারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, বর্তমান প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যেও আমি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ উন্নত আবাস গড়ে তুলতে আমার ওপর আস্থা রাখুন। এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য, আমার কাছে দলীয় গ্রুপিং, কোন্দল হানাহানির কোনো স্থান নেই।’

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে আমরা চ্যালেঞ্জিং বছর পার করছি, সে জন্য সবাই যার যার অবস্থান থেকে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট হওয়ার আহ্বান জানান মাশরাফী।

জনসমাবেশে উপস্থিত অনেকে তাদের সংসদ সদস্যের কাছে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ব্রিজসহ আর্থসামজিক অবস্থার উন্নয়নের নানা দাবি তুলে ধরেন। ‘জনতার মুখোমুখি জনতার সেবক’- শিরোনামে জনসাধারণকে জবাবদিহি করতে মাশরাফী নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে জনসাধারণের মুখোমুখি হওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেন। এ পর্যন্ত ১০টি ইউনিয়নে এ আয়োজন সম্পন্ন হয়েছে।