• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

মাদারীপুর দর্পন
ব্রেকিং:

ছাত্রকে ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে মরিচের গুঁড়া’ লাগান শিক্ষক!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

চট্টগ্রামের আনোয়ারায় শিক্ষার্থীকে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বয়স ১২ বছর। সে উপজেলার ইমাম আজম (র.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হানিফ। শিক্ষক-শিক্ষার্থী দুজনই আনোয়ারা উপজেলার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, পড়া না শেখার অভিযোগে দুই সপ্তাহ আগে ঐ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটুনির পাশাপাশি শরীরে ব্লেড দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দেন শিক্ষক আবু হানিফ। পরে বৃহস্পতিবার বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ভুক্তভোগী শিক্ষার্থী। এরপর শুক্রবার বিকেলে শিক্ষক আবু হানিফের বিরুদ্ধে থানায় মামলা করেন শিক্ষার্থীর মা।

মাদরাসার পরিচালক আবদুল আজিজ বলেন, শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি আমি জানতাম না। শিক্ষককে গ্রেফতারের পরে জেনেছি।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।