• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

মাদারীপুর দর্পন
ব্রেকিং:

৩০ অসুস্থ ব্যক্তি পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

চট্টগ্রামের পটিয়ায় ৩০ জন দরিদ্র অসুস্থ ব্যক্তি পেয়েছেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির অর্থ সহায়তার এসব চেক সবার হাতে তুলে দেন।

উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ব্যক্তিদের মধ্যে ৩০ নারী-পুরুষের মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে মোট ১৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জয়নাল আবেদীন প্রমুখ।

গত চার বছর ধরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত পটিয়া উপজেলার তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় আড়াই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে।