• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

আগৈলঝাড়ায় ১ লক্ষ মিটার চট জাল ও বাঁধের উপকরন জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

চলতি ইরি-বোরো মৌসুমে খালে বাঁধ বা চট জাল দিয়ে মাছ ধরাসহ পানি প্রবাহ বিঘ্ন করা যাবেনা। এব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। এরপরেও ইরি-বোরো ক্ষেতে সেচ কাজ বিঘ্ন করে আগৈলঝাড়া উপজেলার ত্রিমুখী-কোদালধোয়া খালের মধ্যে বাধঁ ও চট জাল বেরি দিয়ে মাছ ধরার অভিযোগে আজ রোববার সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালন করেন। এসময় খাল থেকে বাঁধ দেওয়ার উপকরণ ও ৪০হাজার মিটার চট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের আদালত। এসময় চট জালের মালিক হিরন দাসকে না পাওয়ায় কারাদন্ড দেওয়া যায়নি।

এছাড়াও সন্ধ্যা নদীতেও অভিযান চালিয়ে ৬০হাজার মিটার অবৈধ চট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা চন্দ্র শেখর বসু ও এসআই মিজান হোসেনসহ প্রমুখ।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম বলেন, ইরি-বোরো মৌসুমে উপজেলার কোথায়ও খালে বাঁধ দিয়ে মাছ ধরা বা পানি প্রবাহে বিঘ্ন করা যাবে না। কোন কিছু দিয়ে খালে এই মৌসুমে পানি প্রবাহে বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে সরকারের কঠোর নির্দেশ রয়েছে।