• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মসিকের ৩০ কিলোমিটার সড়কে জ্বলল এলইডি বাতি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) তিনটি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর ৪, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় ময়মনসিংহ জিলা স্কুল মোড় থেকে গোহাইলকান্দি হাইস্কুল হয়ে বিশ্বরোড, গন্ড্রপা রোড, বাদেকল্পা রোড, নাসিমা নার্সিং থেকে মার্কাস মসজিদ এবং এ ওয়ার্ডগুলোতে অভ্যন্তরীণ সড়কে পোলসহ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র।


ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনের ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় এ সড়কবাতিগুলো স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় সিটির ১৮৯ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হচ্ছে, যার ১৭৬ কিলোমিটার সড়কে ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনকালে প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ও কাইসার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, শাম্মী আক্তার মিতু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।