• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘কুকুরের কামড়ে’ হরিণের মৃত্যু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ভোলার তজুমুদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। পরে মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হয়।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের মানুষের মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটি মারা যায়। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম জানান, হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। কুকুরের কামড়ে হরিণ মারা গিয়েছে।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়েছে।