• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বৃষ্টির দিনে রসুই ঘর

সরিষা ইলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

উপকরণ :

ইলিশ মাছ-১০ টুকরা

সরিষা বাটা- ১/৪ কাপ

পেঁয়াজ বাটা- ১/৩ কাপ

রসুন বাটা- ১/২ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

সরিষার তেল- ১/২ কাপ

কাঁচামরিচ বাটা- ১. ১/২ চা চামচ

আস্ত কাঁচামরিচ ১০/১২টি

হলুদ ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল নিতে হবে। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাদামি রঙ ধরতে শুরু করলে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ ও হলুদ গুড়া সামান্য পানি মিশিয়ে ভাজতে হবে। এবার এতে সর্ষে বাটা, লবণ ও পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে মসলার ওপর মাছ গুলো দিয়ে দিতে হবে। এবার অল্প পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ।