• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বৃষ্টির দিনে রসুই ঘর

বউয়াভাত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জুন ২০২২  

উপকরণ: খুদের চাল ২ কাপ, রান্নার তেল পৌনে ১ কাপ, তেজপাতা ১টি, শুকনো মরিচ ৩টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৩–৪টি।

প্রণালি: খুদের চাল ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজকুচি, আদা, রসুন, কাঁচা মরিচ, তেজপাতা ও সামান্য লবণ দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ হলদে রং হয়ে এলে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। ভাজা হয়ে গেলে এবার পানি দিন। চালের ওপর এক ইঞ্চি উঁচু পরিমাণ পানি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিন। তবে এর আগে পানিতে লবণ দেখুন। আগুনের আঁচ থাকবে মাঝারি। মাঝে মাঝে ঢাকনা উল্টে দেখে নিন। চাল ফুটে গেলে দমে রেখে দিন ১০-১২ মিনিট। ব্যস, তৈরি হয়ে গেল বউয়া বা বউয়াভাত।