• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ইলিশের রেসিপি

মসলাদার ইলিশ নুডলস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১  

উপকরণ: এগ নুডলস ১৫০ গ্রাম, গাজর ১টা (ছোট আকারের, লম্বা করে কুচানো), ক্যাপসিকাম অর্ধেকটা (লম্বা করে কুচানো), পেঁয়াজ ১টা (বড়, কুচি করা), রসুন ৪ কোয়া (কুচি), মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, টাবাস্কো সস ২-৩ ফোঁটা, কাঁচা মরিচ ২টা (কুচি), চিনি ১ চিমটি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।
 

প্রণালি: লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। ঠান্ডা হয়ে গেলে সাবধানে কাটা বেছে নিন। প্যানে বেশি করে পানি ফুটিয়ে তাতে নুডলস সেদ্ধ করে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো লবণ আর ১ টেবিল চামচ তেল দিয়ে দিন। নুডলস সেদ্ধ হয়ে গেলে ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে তারপর কলের পানিতে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ আর রসুন সোনালি করে ভেজে নিন। তাতে মরিচ গুঁড়া দিয়ে গাজর কুচি আর লবণ দিয়ে ৫-৬ মিনিট ভাজুন। এরপর নুডলস দিয়ে একে একে সয়া সস, টাবাস্কো সস, কাঁচা মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, চিনি, লবণ আর ইলিশ মাছ দিয়ে দিন। ভাজা ভাজা করে নিলেই ইলিশ নুডলস তৈরি। অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে।