• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

লইট্টা শুঁটকি ভর্তা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

একই সঙ্গে লইট্টা শুঁটকি ভর্তা করে ফেলতে পারেন দুইভাবে। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল শুঁটকি ভর্তা খেতে অসাধারণ। জেনে নিন কীভাবে করবেন ভর্তা।

উপকরণঃ
লইট্টা শুঁটকি- ২০০ গ্রাম
পেঁয়াজ- ৪টি (কুচি)
রসুন- ১৫ কোয়া (মাঝখান থেকে কাটা)
শুকনা মরিচ- কয়েকটি
কাঁচামরিচ- কয়েকটি
ধনেপাতা কুচি- ১ মুঠো
হলুদ বাটা- আধা চা চামচ
মরিচ বাটা- আধা চা চামচ  
আদা বাটা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- ৩ টেবিল চামচ  

 

প্রস্তুত প্রণালিঃ
শুঁটকি পরিষ্কার করে ভেতর থেকে লম্বা কাঁটা বের করে নিন। কাঁচি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন শুঁটকি। চুলায় প্যান গরম করে চেপে চেপে শুকনা মরিচ ভেজে নিন। কালচে হয়ে গেলে মরিচ উঠিয়ে ১ টেবিল চামচ তেল দিন। তেল গরম হয়ে গেলে রসুনের কোয়া ও কাঁচামরিচ কেটে দিয়ে দিন। সামান্য ভেজে পেঁয়াজের কুচি দিয়ে দিন। মাঝারি আঁচে ভাজুন সব উপকরণ। পেঁয়াজ লালচে হয়ে গেলে প্যান থেকে তুলে নিন। একই প্যানে আরও ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করুন। গরম তেলে সব মসলা দিয়ে নাড়তে থাকুন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কেটে রাখা শুঁটকি দিয়ে ৪/৫ মিনিট নাড়ুন। প্রয়োজনে আরও খানিকটা তেল দিন। শুঁটকি নরম হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ রসুনের মিশ্রণ দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।
একটি প্লেটে ভেজে রাখা শুকনা মরিচ ডলে নিন লবণ দিয়ে। চুলা থেকে নামানো শুঁটকি কিছুটা ঠাণ্ডা হলে অর্ধেক পরিমাণ নিয়ে নিন প্লেটে। হাত দিয়ে ভালো করে মেখে নিন। রসুনের কোয়া আঙ্গুল দিয়ে চেপে গলিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল হাতে মাখা লইট্টা শুঁটকির ভর্তা।
বাকি শুঁটকির সঙ্গে ভাজা শুকনা মরিচ ও লবণ দিয়ে পাটায় বেটে নিন। তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের আরেকটি ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার শুঁটকি ভর্তা।