• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রোনালদোকে টপকালেন নেইমার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

ব্রাজিলের হয়ে মাঠে বরাবরই উজ্জ্বল নেইমার। পেরুর বিপক্ষে সে প্রমাণ দিলেন আবারো। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের হ্যাটট্রিকে দাপুটে জয় পেয়েছে সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে সেলেসাওরা। দলকে জেতানোর পাশাপাশি নতুন রেকর্ড গড়েছেন নেইমার। ব্রাজিলকে জয় এনে দেওয়ার ম্যাচে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছেন নেইমার। এখন পর্যন্ত ১০৩ ম্যাচ খেলে ৬৪টি গোল করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) পেরুর বিপক্ষে তিনি পেছনে ফেলেছেন 'দ্য ফেনোমেনন' খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৬২টি। হ্যাটট্রিক করার ম্যাচে তাকে টপকে গেছেন ২৮ বছর বয়সী নেইমার।

এই রেকর্ডে নেইমারের সামনে এখন শুধুই একজন। তারই স্বদেশী সর্বকালের সেরা ফুটবলার পেলে। দেশের হয়ে ৯২ ম্যাচে যার গোল সংখ্যা ৭৭টি। এই কিংবদন্তিকে পেছনে ফেলতে নেইমারের প্রয়োজন আর মাত্র ১৪ গোল।