• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ৭শ’ ৫০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ৭শ’ ৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মঠেরবাজার ও বুধবার রাতে শকুনী লেকের পাড় থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. সাইফুদ্দিন গিয়াস জানান, অসাধু কিছু ব্যবসায়ী পিকআপভ্যানে জাটকাবোঝাই করে শরিয়তপুরের গোসারইহাট থেকে ফরিদপুর যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে তল্লাসী শুরু করে ট্রাফিক পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপভ্যান রেখে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। সেখানে তল্লাসী চালিয়ে ৩শ’ ৫০ কেজি জাটকা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার মজুমদারকে কে সাথে নিয়ে মঠেরবাজারে অভিযান শুরু করে প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। সেখান থেকে জব্দ করা হয় আরো ৪শ’ কেজি জাটকা। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা নিধনরোধে আগামী জুন পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানায় প্রশাসন।