• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ১২০০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে এক হাজার ২০০ কেজি জাটকাসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় শনিবার সকালে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি এলাকার গৌর মালোর ছেলে লক্ষণ মালো (১৭) ও একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ডালিম মোল্লার ছেলে জিহাদ মোল্লা (১৮)।
ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাবের সূত্র জানায়,  শরীয়তপুর থেকে জাটকাবোঝাই করে একটি পিকআপ ফরিদপুর যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মাদারীপুর সদরের খোয়াজপুরে সড়কে তল্লাশি শুরু করেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৪ এপ্রিল) ভোরে ওই এলাকায় একটি পিকআপে তল্লাশি করে ড্রামবোঝাই এক হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় লক্ষণ মালো ও জিহাদ নামে দুজনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, র‌্যাবের সহায়তায় জাটকা বিক্রির দায়ে আটক দুজনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।