• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

টিকটকের আদলে ‘কোলাব’ আনছে ফেসবুক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মে ২০২০  

গানের কথার সঙ্গে আকারে ছোট ভিডিও তৈরির সুযোগ থাকায় বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ‘টিকটক’ অ্যাপ। আর তাই টিকটকের জনপ্রিয়তায় ভাগ বসাতে ‘কোলাব’ অ্যাপ আনছে ফেসবুক। অ্যাপটির সাহায্যে আকারে ছোট ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গান যুক্ত করা যাবে। 

শুধু তা-ই নয়, ইচ্ছে হলে গিটার, ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দও যুক্ত করা যাবে। তবে চাইলেই ব্যবহার করা যাবে না অ্যাপটি, বন্ধুদের কাছ থেকে আমন্ত্রণ পেতে হবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ওপর অ্যাপটির কার্যকারিতা পরখ করছে ফেসবুক। সব কিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপটি চালু হতে পারে।