• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রান্নাবান্না

ক্রিম ক্যারামেল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১  

যেকোনো ভারি খাবারের পর পাতে একটু মিষ্টি খাবার খেতে সবাই ভালোবাসেন। আর এক্ষেত্রে ক্রিম আর ক্যারামেল দিয়ে তৈরি সুস্বাদু ডেজার্ট যদি থাকে তবে তো কথাই নেই। তেমনি একটি সুস্বাদু ডেজার্ট হচ্ছে ক্রিম ক্যারামেল। যা দেখলেই জিভে জল চলে আসে।

চলুন জেনে নেয়া যাক ক্রিম ক্যারামেল তৈরির রেসিপিটি-

উপকরণ: দুধ ৫০০ মিলিলিটার, ডিম ৪টি, ভ্যানিলা এসেন্স ৪ বা ৫ ফোঁটা, জায়ফল গুঁড়া এক চিমটি।

প্রণালী: একটি পাত্রে চিনি নিয়ে ক্যারামেলাইজ করে নিন। ৪টি মোল্ডের মধ্যে ক্যারামেলের অংশগুলো অল্প করে নিয়ে ফ্রিজে রেখে দিন। খেয়াল রাখতে হবে যাতে মোল্ডগুলো ভর্তি না হয়, এরপর উষ্ণ দুধের সঙ্গে চিনি ও জায়ফল গুঁড়া মেশান। ভালো করে মিশিয়ে এটি আলাদা একটা পাত্রে রাখুন। এবার ডিমের সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে তা দুধের মিশ্রণে দিন। এটি এমনভাবে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। ৩ থেকে ৪ বার মিশ্রণটি ছেঁকে নিন।

এরপর ফ্রিজে রাখা মোল্ডগুলো বের করতে হবে, যেখানে ক্যারামেল গুলো তলায় রয়েছে ইতিমধ্যেই। এবার এতে যোগ করুন দুধের অংশটি। এরপর মোল্ডগুলোর উপরের অংশ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন। বেকিং ট্রে-তে সামান্য পানি দিন। এরপর ২০০ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। প্রায় ৩০ মিনিট বেক করতে হবে। এরপর বেকিং হয়ে সেট হয়ে গেলে ওভেন থেকে বের করে আনুন। ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। এরপর মোল্ড থেকে বের করে ছুরি দিয়ে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।