• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

অনলাইনে শিক্ষক বদলি শিগগিরই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  

 


 মাঠ পর্যায়ের সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এ কাজ শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অংশগ্রহণে উদ্ভাবন ও সেবা সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

এছাড়া জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) নীতিমালা সংস্কার করা হচ্ছে, যা অচিরেই কার্যকর হবে বলে জানান সচিব।

অনুষ্ঠানে কনিষ্ঠ কর্মকর্তাদের প্রশংসা করে সচিব বলেন, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা সেবাধর্মী মানসিকতা নিয়ে কাজ করছেন, যার ফলে গ্রাহকের সেবা পাওয়া সহজ হচ্ছে। আরও সেবাধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এতে গ্রাহকের সেবা প্রাপ্তি যেমন সহজ হবে, তেমনি তাদের দোয়াও পাওয়া যাবে।

কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম ও মো. বদরুল হাসান বাবুল উপস্থিত ছিলেন।